পশ্চিমতীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলের
অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে শনিবার ভোরে ইসরাইলি সেনাদের গুলিতে ১৭ বছরের এক ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে জেনিনে শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের অভিযানের সময় ওই কিশোরকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।
এ সময় ১৮ বছরের আরেক ফিলিস্তিনি যুবক ইসরাইলি সেনাদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত এক মাসে জেনিন শরণার্থী শিবিরে ১৯ জন ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরাইলি বাহিনী।