পড়ানোর কথা বলে ঘ‌রে নি‌য়ে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ

0

রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (০৮) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রীর মা জানান, জেলার সদর উপজেলার জৌকুড়া গ্রামের আব্দুল রশিদের বাড়িতে বেড়াতে আসা তার শ্যালক নওগাঁ রানীনগর থানার নজরুল বাহা‌রের ছে‌লে ফয়সাল (১৪) পড়ানোর কথা বলে ঘ‌রে নি‌য়ে ধর্ষণ ক‌রে পালিয়ে যায়। পরে রক্তক্ষরণ হলে মেয়েকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন বলেন, অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক ফয়সালকে আটক করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.