হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মঈন খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

মঙ্গলবার (১৭মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার (১৫ মে) অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছুক্ষণ পর তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

সেদিন নারায়ণগঞ্জে ছাত্রদলের একটি কর্মশালায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মঈন খান। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.