এখন নির্বাচনের কোনো মূল্য নেই মানুষের কাছে
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানো উচিত বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ফেসবুকে তিনি লিখেছেন, নির্বাচন নিয়ে নানান তেলেসমাতি কর্মকাণ্ড হয়েছে বাংলাদেশে গত ছয় বছরে। ফলে এর কোনো মূল্য নেই এখন মানুষের কাছে। এটা পিছিয়ে দিলে সমস্যা কি? ৩০ তারিখ পূজা হলে নির্বাচন পেছানোই উচিত।
একইসাথে আরেকটা কথা বলি। ঠিক জুম্মার সময়ে (১টা-১-৩০ট) বা গুরুত্বপূর্ণ রোজার দিনে বাংলাদেশের ক্রিকেট খেলা ফেলা হয়। গত কয়েক বছরে এটা অনেকবার হয়েছে। এটা হওয়াও ঠিক না।
ইচ্ছে করলে এসব এড়ানো যায়। ইচ্ছেটা হয়না কেন জানি না!