সাংবাদিক শিরীন হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

0

কাতার ভিত্তিক প্রসিদ্ধ বিশ্ব-গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহকে দখলদার ইসরাইল কর্তৃক গুলি করে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির আমির ডা: শফিকুর রহমান সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিন শহরে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে। ১১ মে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনারা এক অভিযান পরিচলনা করছিল। এই অভিযানের খবর সংগ্রহের সময় সরাসরি তার মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে পরিচালনা করে ইসরাইল গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়। এ হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের ভয়াবহ দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় আমরা খুবই মর্মাহত ও হতভম্ব। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, শিরিন আবু আকলেহ একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এই ফিলিস্তিনি মার্কিন সাংবাদিক পশ্চিত তীরে অত্যন্ত নিষ্ঠার সাথে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন খুবই সম্মানীয় একজন সাংবাদিক। তার নিহতের ঘটনা খুবই মর্মান্তিক। এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। এখানে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই।

বিবৃতিতে তিনি বলেন, এ হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের সম্পুর্ণ লঙ্ঘন। নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর যারা ভয়াবহ হামলা চালায় তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং এর জন্য দায়ি ব্যক্তিদের বিচার করে শাস্তির আওতায় আনার দাবি করছি। সেই সাথে সাংবাদিকরা যাতে ভীতিহীন, জীবনের প্রতি হুমকিহীন এবং অন্যায় আটক থেকে সুরক্ষিত থাকতে পারেন সে জন্য আমরা মিডিয়ার স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষার প্রতি সমর্থন জ্ঞাপন করছি।

আমরা তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন, আমিন।

প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com