যশোরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর

0

যশোরের বহুল আলোচিত ডাক্তার মোসলেম উদ্দিনের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতের স্বজনেরা মোসলেম উদ্দিনের পিস হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।

শুক্রবার মুজিব সড়কে অবস্থিত হাসপাতালটিতে এ ঘটনা ঘটে।

মৃত রোগীর নাম মুন্নি খাতুন (২৬)। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের আল-আমিনের স্ত্রী।

মুন্নির স্বজনেরা জানান, মুন্নি গুলেন বারি সিনড্রোম-জিবিএস রোগে আক্রান্ত ছিলেন। গত মঙ্গলবার সকালে তাকে ডাক্তার মোসলেম উদ্দিনের পিস হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হাসপাতালের সেবিকা রুবি রোগীর শরীরে মেরোপেন ইনজেকশন পুশ করেন। এর কিছু সময় পর ছটফট করতে করতে মুন্নি মারা যান। ওই সময় রোগীর স্বজনেরা কী ইনজেকশন দেয়া হয়েছে জানতে চাইলে ওই সেবিকা কোনোকিছু না বলে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র নিয়ে চলে যান। তখন স্বজনেরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর এবং পরিচ্ছন্নকর্মী শেফালীকে মারপিট করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পিস হাসপাতালের মালিক ডাক্তার মোসলেম উদ্দিন সাংবাদিকদের বলেন, যিনি ইনজেকশন পুশ করেন তিনি ডিপ্লোমা সেবিকা না। তাকে দিয়ে ইনজেকশন পুশ করানো উচিত হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com