দেশ দুর্বৃত্তদের হাতে চলে গেছে — মির্জা আলমগীর

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সরকার যতো বড় বড় কথা বলুক না কেন, তাদের কোনো জনপ্রতিনিধিত্ব নাই। দেশ দুর্বৃত্তদের হাতে চলে গেছে। গায়ের জোরে, অস্ত্রের জোরে সন্ত্রাসের মাধ্যমে তারা টিকে আছে।

বুধবার, জানুয়ারি ১৬, ২০২০, ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে আজ মানুষের কোনো অধিকার নেই। ভোটের অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হয়েছে। আজকে আমাদের এ দেশে দুঃখজনকভাবে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, মানুষের ন্যূনতম অধিকারগুলো নেই, সেগুলো হরণ করা হয়েছে।

তিনি বলেন, আমরা যে চেতনায় মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সে চেতনার ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে মুক্ত করব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com