‘রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে’
মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেছেন, দেশে নীতি-নৈতিকতা, মূল্যবোধের অভাব দীর্ঘদিনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাহীনতা, মানুষের নৈতিকতা ও মূল্যবোধ হারিয়ে যাওয়া এবং বিচারহীনতা এই তিনটির বিশাল একটি ধস নেমেছে। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। কিন্তু নারীরা আজ ঘরে বাহিরে কোথাও নিরাপদ নয়। দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়ে গেছে। ধনী-গরিবের মধ্যে বিরাট ফারাক সৃষ্টি হয়েছে। যার প্রমাণ হচ্ছে দেনা শোধ করতে না পেরে বাবা মেয়েকে পাওনাদারের হাতে তুলে দিয়েছে। নৃসংশ বর্বরতা, পাশবিকতা প্রকট আকার ধারণ করেছে।
রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। একারণেই ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। দেশে আইনের শাসন নেই বললেই চলে। যারা আইন প্রণেতা তারাই সংসদে দাঁড়িয়ে ধর্ষকদের বিচারবর্হিভূত হত্যার দাবি করছেন। এটা দুঃখজনক। এর অর্থ হচ্ছে আমাদের আইন প্রণেতারা দেশের আইনে প্রতি শ্রদ্ধাশীল নয়। বিচার বর্হিভূত হত্যা কোন সমাধান হতে পারে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা হলে ধর্ষণসহ সকল অপরাধ কমে আসবে।