৫০ শতাংশ কমেছে বিট কয়েনের দাম!
ক্রমাগত কমছে বিট কয়েনের দাম। গেল সপ্তাহে এটি ৩৪ হাজার ডলারের নিচে নেমেছে। এই তথ্য দিয়েছে দ্য কয়েনবেজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ।
গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য ৫০ শতাংশের বেশি কমেছে।
ট্রাডিশনাল ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই ডিজিটাল মুদ্রার প্রতি আস্থা হারাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, লেনদেনে বিট কয়েনের প্রতি আস্থা রাখতে পারছেন না এসব বিনিয়োগকারীরা। তারা আসলে ঝুঁকি নিতে চাইছেন না।
এছাড়াও ইউক্রেন যুদ্ধের ঘটনায় সারা বিশ্বের অর্থনীতিতেই বড় প্রভাব ফেলেছে, বিশ্বজুড়ে বেড়েছে মুদ্রাস্ফীতি। তাই বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগে কোনও ঝুঁকি নিতে চাইছে না।
যদিও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও এলসালভাদর ক্রিক্টোকারেন্সিকে বৈধতা দিয়েছে। ডলার কিংবা অন্য মুদ্রার মতো দেশ দুটিতে ক্রিপ্টোকারেন্সিতেও লেনদেন করা যাবে।
সূত্র: বিবিসি