বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় হামলা
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সামনের বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তার বাসভবনে ও নেতাকর্মীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার বেলা ১১ টার পর এ হামলার ঘটনা ঘটে বলে বিএনপি অভিযোগ করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন জানান, বাসা থেকে বের হওয়ার সময় আমাদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেছে। তারা কিছু করতে পারেনি।
সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পুলিশি পাহাড়ায় ড. মোশাররফ হোসেনকে দাউদকান্দি থেকে তিতাস উপজেলা দিয়ে আসা হয়। সেখানে তিনি অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবালের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।