ষড়যন্ত্রমূলক বড়পুকুরিয়া মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ফেব্রুয়ারি ১৭
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় অন্যায় কারাবন্দি, নিরাপরাধ, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ফেব্রুয়ারি ১৭, ২০২০, নতুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার, জানুয়ারি ১৫, ২০২০, খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদনের প্রেক্ষিতে নতুন এই দিন ধার্য করেছেন আদালত।
মুক্ত মুক্ত মুক্ত কর, খালেদা জিয়াকে মুক্ত কর
অবৈধ সরকার হঠাও, ভোটাধিকার ফেরাও
#FreeKhaledaZia #খালেদাজিয়ারমুক্তিচাই
#GiveOurVotingRightsBack #আমাদেরভোটাধিকারফিরিয়েদাও