জনগণের ‘দুর্ভোগ’ নিয়ে রসিকতা করছেন ওবায়দুল কাদের: রিজভী

0

ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রসিকতা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

ঈদুল ফিতরের দিন আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণকালে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, ঘরে ফেরা মানুষের দুর্ভোগ নিয়ে ওবায়দুল কাদের রসিকতা করছেন। তিনি বলেছেন, এবারে কোনো জনদুর্ভোগ নেই, সেই কারণে বিএনপি কষ্ট পাচ্ছে। বিএনপি তো মানুষের কষ্টের সাথে সংহতি জানায়। মানুষ এত দুর্ভোগের মধ্যে বাড়ি ফিরেছে, আজকেও খবর পেয়েছি নীলফামারী, সাতক্ষীরা গাড়ি পৌঁছাতে পারেনি। আর আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য ঢাহা মিথ্যাচার করছেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, আপনি কষ্টের কী বুঝবেন? আপনার গাড়ির সামনে, পেছনে তো পুলিশের গাড়ি থাকে। তারা হুইসেল দিয়ে আপনার গাড়ি পার করে দেয়। আপনারা যদি ইউটিউব খুলে দেখেন লঞ্চে, বাসে, ট্রেনে বাড়ি ফেরা মানুষের কি দুর্ভোগ। হাজার হাজার মানুষ ট্রেনের ছাদে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে। সেগুলোকে নিয়ে তিনি উপহাস করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, এখনও সময় আছে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দিন। পৃথিবীর কোনো বোমা জনগণের বিস্ফোরণের সমতুল্য নয়। ওই বিস্ফোরণ ঘটলে আপনারা কেউ রেহাই পাবেন না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com