বিএনপি নেতারা কে কোথায় ঈদ করছেন?

0

গত দুই বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে সেভাবে ঈদ উদযাপন করা যায়নি। নানা বিধি-নিষেধের কারণে রাজনীতিকদের ঈদকেন্দ্রিক রাজনীতিও ছিল সীমাবদ্ধ। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক। তাই রাজনীতিকরা ছুটছেন নির্বাচনী এলাকায়।

বিএনপি নেতারা জানান, ঈদে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। গরিব ও অসহায় মানুষের মাঝে জাকাতের কাপড়, টাকাসহ ঈদসামগ্রী দিচ্ছেন। বিভিন্ন এলাকায় চোখে পড়ছে ঈদের শুভেচ্ছাসংবলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের ভাড়া বাসা ফিরোজায় রয়েছেন। সেখানে বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের কয়েকজন সদস্যকে নিয়েই ঈদ উদযাপন করবেন তিনি। ঈদের দিন বিএনপির সিনিয়র নেতারা তার সঙ্গে দেখা করার কথা রয়েছে।

সম্প্রতি নিজ এলাকায় ঘুরে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঢাকায় ঈদ করবেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদী ও আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায়  ঈদ করবেন।

ঢাকায় ঈদ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবীর রিজভীসহ অনেকে। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা,বরকতউল্লা বুলু এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক নোয়াখালীত,হাবিবুর রহমান হাবিব তার নির্বাচনী এলাকা আটঘরিয়া,পাবনা,যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালের নিজ এলাকায়,হাবিব উন নবী খান সোহেল ঢাকায় ঈদ করবেন।

অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে যুব দলের সভাপতি সাইফুল আলম নীরব,ঢাকা,সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, ঢাকা,সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল নিজ নির্বাচনী এলাকা নরসিংদী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,ঢাকা, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,বরিশাল,কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন,সুজানগর পাবনা,শহিদুল ইসলাম বাবুল,ফরিদপুর,সাবেক ছাত্রনেতা আজিজুল বারি হেলাল নির্বাচনী এলাকা খুলনা,আকরামুল হাসান মিন্টু নরসিংদী, ফজলুর রহমান খোকন, বগুড়া, ইকবাল হোসেন শ্যামল,নরসিংদী রায়পুরা,কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর এবং কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলের ঘাটাইল ঈদ উৎযাপন করবেন।

অন্যান্য রাজনৈতিক দলের অধিকাংশ নেতাই ঢাকায় ঈদ করছেন। গণফোরামের ড. কামাল হোসেন, বিকল্পধারার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির সভাপতি অলি আহমেদ ও মহাসচিব রেদোয়ান আহমেদ,এলডিপির আরেক অংশের সভাপতি আব্দুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ঢাকায় ঈদ উদযাপন করবেন। অবশ্য তাদের কেউ কেউ ঢাকায় ঈদের নামাজ আদায় করেই নির্বাচনী এলাকায় যাবেন বলে জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com