আ.লীগ সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে: খসরু

0

সরকারি অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ‘অর্পণ বাংলাদেশ’র ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়ায় সাধারণ মানুষ আজ না খেয়ে, অর্ধাহারে জীবনযাপন করছে। আজ দেশের একটি অংশ কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর একটি বড় অংশ খেতে পারছে না। সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

এ সময় অর্পণ বাংলাদেশের সভাপতি বিথীকাকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, যারা বিএনপির আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে, গুম ও খুন হয়েছে, বিথীকা বিভিন্ন সময় তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com