আ.লীগ সরকার নতজানু ও অপদার্থ: মির্জা ফখরুল
নতজানু ও অপদার্থ সরকার মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহারের জন্য এখন ভারতের কাছে সাহায্য চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহারের জন্য আমরা ভারতের সহযোগিতা চেয়েছি। এমনকি সংশ্লিষ্ট প্রবাসীদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
গতকাল বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যাদের কুকর্মের কারণে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। পক্ষান্তরে দেশের পররাষ্ট্র নীতি ও সরকার কতটুকু অযোগ্য, ব্যর্থ হলে নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহারে অন্যের সহযোগিতা চাইতে পারে!
নিউমার্কেটে ব্যবসায়ী-ছাত্রদের সংঘর্ষের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে জড়িত ছাত্রলীগ প্রমাণিত সত্য ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বরং বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, মানুষকে বাঁচাতে, দেশকে রক্ষা করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে। দেশের মানুষ কে জাগিয়ে তুলতে হবে। দেশের মানুষ যুবসমাজের দিকে তাকিয়ে আছে।
এসময় সরকার পতন আন্দোলনের জন্য যুবদল নেতা কর্মীদের জেগে উঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।