দুঃশাসন থেকে মানুষকে ও দেশকে বাঁচাতে হলে দুর্বার গণআন্দোলনের বিকল্প নেই: নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণহীন। কথায় কথায় গুম-খুন। মানুষের বেঁচে থাকা বড় দায় হয়ে পড়েছে। এই দুঃশাসন থেকে মানুষকে ও দেশকে বাঁচাতে হলে দুর্বার গণআন্দোলনের বিকল্প নেই। তাই সবাইকে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ঐক্যবদ্ধ সংগ্রামে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এ দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য একটি গণতান্ত্রিক সরকার গঠন করা অত্যন্ত জরুরি।
গতকাল সোমবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ সবুর, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ
সম্পাদক একরামুল করিম, সিনিয়র সাংবাদিক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা. মোহাম্মদ সিদ্দিক, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার প্রমুখ।