‘আওয়ামীমনা সাংস্কৃতিক সংগঠনের কর্মী হয়েও’ রেহাই পাননি রত্না: জাসাস

0

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় রবিবার সৈয়দা রত্না ও তার ছেলেকে আটকের তীব্র নিন্দা জানায় তারা।

জাসাস বলে, ‘সংস্কৃতি কর্মী সৈয়দ রত্না ও তার ছেলেকে আটক করে পুলিশ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আওয়ামীমনা সাংস্কৃতিক সংগঠনের কর্মী হয়েও সর্বগ্রাসী ক্ষমতাসীন সরকার ও তাদের দোসর-মাফিয়া চক্রের হাত থেকে রেহাই পাননি তিনি’।

সোমবার এক বিবৃতিতে তারা বলে, ‘ক্ষমতাসীন সরকার ও তাদের দোসর-মাফিয়া চক্র খেলার মাঠ বা উন্মুক্ত জায়গা দখল করে ভবন নির্মাণ করছে। তারই অংশ হিসেবে ঢাকার কলাবাগানে তেঁতুলতলা খেলার মাঠে পুলিশের থানা-ভবন নির্মাণের চেষ্টা করা হচ্ছে’।

জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন বিবৃতিতে এসব বলেন।

তারা বলেন, ঢাকার কলাবাগানে তেঁতুলতলা খেলার মাঠে পুলিশের থানা-ভবন নির্মাণের বিরুদ্ধে আন্দোলনকারী সংগঠক সৈয়দ রত্না ও তার ছেলেকে পুলিশ কর্তৃক আটকের ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট অনুযায়ী বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় বাংলাদেশ ১৪০ দেশের মধ্যে ১৩৭ এবং একিউআই সূচক অনুযায়ী বিশ্বে ঢাকা সবচেয়ে দূষিত শহর হিসেবে পরিচিত। পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিশুরা শারীরিক কসরত করতে না পারায় তাদের পরিপূর্ণ বিকাশ হচ্ছে না। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা শহরে খেলার মাঠ ও গাছ থাকা আবশ্যক। কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকার ও তাদের দোসর-মাফিয়া চক্র খেলার মাঠ বা উন্মুক্ত জায়গা দখল করে ভবন নির্মাণ করছে। তারই অংশ হিসেবে ঢাকার কলাবাগানে তেঁতুলতলা খেলার মাঠে পুলিশের থানা-ভবন নির্মাণ’।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.