রোজা অবস্থায় শিশুকে দুধ পান করালে ও রক্ত বের হলে রোজা হবে?

0

প্রশ্ন : রোজা রেখে কোনো মা যদি তার সন্তানকে দুধ পান করায় কিংবা কারও রক্ত বের হয়, তাহলে তার রোজা হবে কী?
উত্তর : রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করালে রোজার কোনো ক্ষতি হয় না; সে নিজের সন্তান হোক বা অপরের সন্তান। এমনকি এমনিতে দুধ বের হলেও রোজার ক্ষতি হবে না। অনুরূপভাবে শরীরের কাঁটা-ছেড়া বা ক্ষত স্থান থেকে রক্ত বা তরল কিছু বের হলে (তা যে পরিমাণই হোক না কেন) রোজার কোনোরূপ ক্ষতি হবে না।

কারণ, রোজা শুধু পানাহার ও রতিক্রিয়া দ্বারা বিনষ্ট হয়; অন্য কোনো কারণে তা নষ্ট হয় না। উল্লেখ্য, রক্ত বের হওয়া বা তরল কিছু ক্ষরণ হওয়া অজু ভঙ্গের কারণ; রোজা ভঙ্গের কারণ নয়। তবে মহিলাদের ঋতুস্রাব (হায়েজ) বা প্রসবোত্তর স্রাব (নেফাস) হলে রোজা ভঙ্গ হবে। এই রোজা পরে কাজা আদায় করতে হবে; কাফফারা দেওয়া লাগবে না।

(আল হেদায়া)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com