ইসির ভূমিকা নিয়ে অসন্তুষ্ট তাবিথ আওয়াল

0

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকায় অসন্তুষ্টি প্রকাশ করে বিএনপি সমর্থিত উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। শত বাধার মুখেও আমরা এখনও শান্ত আছি, শান্তিপূর্ণভাবে মাঠে আছি এবং থাকবো।’

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর উত্তর বাড্ডা ফু‌জি টাওয়ার থে‌কে দলীয় নেতাকর্মী‌দের নি‌য়ে পঞ্চম দিনের প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য ক‌রেন।

তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচন ক‌মিশ‌নের ভূ‌মিকায় সন্তু‌ষ্ট হ‌তে পার‌ছি না। আমা‌দের প্রচা‌র-প্রচারণায় বাধার সৃ‌ষ্টি করা হ‌চ্ছে। কাউন্সিলরদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হ‌য়ে‌ছে। ইসি এখনও কোনো ব্যবস্থা নেয়‌নি।’

তি‌নি ব‌লেন, ‘‌আমরা কোনো লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড দেখছি না। শত বাধার পরও বিএন‌পির নেতাকর্মীরা এখনও শান্ত আছে। প্রতিপক্ষের এক তরফা উসকানিতেও আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে মা‌ঠে আছি এবং থাক‌বো।’

আজ মধ্য বাড্ডা বাজার, মেরুল বাড্ডা ও ৩৭,৩৮, ৩৯ এবং ৪০ নং ওয়া‌র্ডে প্রচারণা চালা‌বেন ধানের শীষের এই প্রার্থী।

তা‌বিথ আউয়াল ব‌লেন, ‘ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দি‌তে পার‌লে বিজয় আমাদের সু‌নি‌শ্চিত।’

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন- বি‌এন‌পির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আবেদিন ফারুক, বিএন‌পি নেতা আহসান উল্লাহ হাসান, বজলুল বা‌সিদ আঞ্জু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এজি এম শামসুল হক, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও এর অঙ্গ-সহ‌যো‌গী সংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com