সরকার ভোট ডাকাতির ফিল্ড তৈরি করছে: ইশরাক

0

আসন্ন ঢাকা সিটি নির্বাচনে সরকার ভোট ডাকাতির লেভেল ফিল্ড তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় নেমে এসব কথা বলেন তিনি। 
ইশরাক বলেন, গত ১৩ বছরে আওয়ামী লীগ সরকারের মেয়ররা ঢাকাকে বসবাসের অযোগ্য হিসেবে গড়ে তুলেছেন বলে মন্তব্য করেছেন 
তিনি বলেন, মেয়র নির্বাচন হলে দক্ষিণ সিটির অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো।

ইশরাক হোসেন আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নয়, ভোট ডাকাতির ফিল্ড তৈরি করছে বর্তমান সরকার।

তিনি বলেন, আর কোন অভিযোগ দেবো না, জনগণকে নিয়ে সামনে এগিয়ে যাবো, কোনো বাধা মানা হবে না, জনগণের ভোটাধিকার প্রয়োগে শেষ পর্যন্ত মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com