গণতন্ত্রকে হরণ করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়াই আ.লীগের বড় অপরাধ: ফখরুল

0

আওয়ামী লীগের অপরাধটা কী—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনাদের সবচেয়ে ভয়ংকর অপরাধ, এই দেশে তারা গণতন্ত্রকে হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই দেশকে তারা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্যগুলো ছিল, সেই সব লক্ষ্যকে ধুলিস্যাৎ করে দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। ছাত্রদলের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটির সদস্যরা এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে। এতে নতুন মনোনীত পাঁচজন নেতাসহ সহস্রাধিক অনুসারী উপস্থিত ছিলেন।

নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের সমালোচনা করেন ফখরুল। তিনি অভিযোগ করেন, ‘সংঘর্ষে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। সংঘর্ষে যে হত্যা হয়েছে, সে হত্যার জন্য পুলিশ দায়ী।’

বিএনপির নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে বুধবার এক অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূতের অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই কথাগুলো উনি (রাষ্ট্রদূত) সঠিক বলেননি। আমাদের সঙ্গে বৈঠকের পর দলের পক্ষ থেকে যিনি কথা বলেছিলেন (আমির খসরু মাহমুদ চৌধুরী) তিনি কখনোই এ ধরনের কথা বলেননি। তিনি কোনও কোট করেননি। আপনারাও (সাংবাদিকরা) সেখানে ছিলেন। তিনি সামগ্রিকভাবে, ইনজেনারেলভাবে কথা বলেছেন।’

প্রসঙ্গত, গত বুধবার আমির খসরু মাহমুদ চৌধুরী একাধিক গণমাধ্যমে বলেছেন, ‘আমরা ওই দিন কী বলেছি এটাতো বিভিন্ন প্রত্রিকা ও টেলিভিশনে এসেছে। এটাতো একেবারেই পরিষ্কার। আমরা তো উনাকে কোট করে কিছুই বলিনি। আমরা আমাদের কথা বলেছি। আমরা যেটা বলেছি, এটা ছিল জেনারেল স্টেটমেন্ট। আমরা বলেছি, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো আমাদের দেশের মানবাধিকার, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com