‘আল-আকসা মসজিদের জন্য আমরা জীবন দিয়ে দিব’
আল-আকসা মসজিদ রক্ষার জন্য মুসলিমদের পাশাপাশি খ্রিস্টানরাও জীবন দিয়ে দিবে বলে জানিয়েছেন শীর্ষ পাদ্রি ফাদার ম্যানুয়েল মুসাল্লাম। বুধবার জেরুসালেমে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
জেরুসালেমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সংগঠন ‘দ্যা ওয়ার্ল্ড পপুলার অরগানাইজেশন ফর জেরুসালেম জাস্টিস অ্যান্ড পিস’-এর সভাপতি ফাদার ম্যানুয়েল মুসাল্লাম বলেন, আমরা কখনই আল-আকসা মসজিদের চাবি দখলদার ইসরাইলি শক্তিকে দিতে পারি না। আল-আকসা মসজিদ রক্ষার জন্য মুসলিমদের পাশাপাশি খ্রিস্টানরাও জীবন দিয়ে দিবে।
ফাদার ম্যানুয়েল মুসাল্লাম এমন সময়ে এ কথা বললেন যখন ইসরাইলিদের ‘প্যাসভর হলিডে’ উৎসব উপলক্ষে আল-আকসা মসজিদে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে উগ্রবাদী ইহুদিরা।
শীর্ষ পাদ্রি ফাদার ম্যানুয়েল মুসাল্লাম আরো বলেছেন, উগ্রবাদী ইসরাইলিরা তাদের ‘প্যাসভর হলিডে’ উৎসব উপলক্ষে আল-আকসা মসজিদে পশু জবাই করার চিন্তা করছে। এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে উগ্রবাদী ইহুদিরা এখন আল-আকসা মসজিদ দখল করতে চায়। এরপর আল-আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে তাদের কথিত মন্দির নির্মাণ করতে চায়। দরকার হলে পুরাতন জেরুসালেম শহরের আল-আকসা মসজিদ ও পবিত্র সেপুলচারের চার্চ রক্ষার জন্য আমরা বীরের মতো লড়াই করে শহীদ হবো। কিন্তু, এসব পবিত্রস্থানকে উগ্রবাদী ইসরাইলিদের হাতে ছেড়ে দিব না। কারণ, (জেরুসালেমের মুসলিম ও খ্রিস্টানরা) আমরা সবাই ফিলিস্তিনি এবং আমরা একই ধরনের সংস্কৃতি ধারণ করি।
সূত্র : মিডল ইস্ট মনিটর