বেতন-ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

0

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (বিজিএসএফ)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন তারা।

বিজিএসএফের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আলাউদ্দিন আলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু।

কয়েকদিন আগে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের এক বক্তব্যের সমালোচনা করে অরবিন্দু বেপারী বিন্দু বলেন, ‘শ্রমিকরা যদি অর্ধেক মাসের বেতন পান তাহলে তারা কীভাবে ঈদ উদযাপন করবেন? তারা কীভাবে বাড়ি যাবেন? এই খবরটা কি আপনি রেখেছেন? আপনি এই খবরটা রাখতে পারেননি। তাই বলবো আপনি শ্রম প্রতিমন্ত্রী হয়েও আপনি মালিকবান্ধব প্রতিমন্ত্রী হিসেবে প্রমাণ করেছেন।’

এসময় ঈদযাত্রায় পরিবহন ভাড়া নৈরাজ্য বন্ধ ও শ্রমিকদের বাড়ি ফেরা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com