আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: টুকু

0

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্ত আমরা দেশ চালাবো সবাইকে নিয়ে।’

গতকাল বুধবার (১৩ এপ্রিল) খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় দলের তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ‘বাংলাদেশ যাবে কোনপথে ফয়সালা হবে রাজপথে’ স্লোগান স্মরণ করিয়ে দিয়ে টুকু বলেন, ‘অবৈধ, ফ্যাসিস্ট, জালেম সরকার রাষ্ট্রক্ষমতায়। তাদেরকে হঠাতে রাজপথের আন্দোলনই একমাত্র সমাধান।’

ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, ‘যে আদর্শ-উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তার সবকিছু আজ ভূলুণ্ঠিত হয়েছে। এই সরকার মুক্তিযুদ্ধ নিয়ে কান্নাকাটি করে, কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানে না।’
তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে দেশের অনেক মানুষ এখন দুই বেলা খেতে পারছে না। বাজারে জিনিসপত্রের গায়ে হাত দেয়া যায় না।

শ্রীলঙ্কার পরিণতির দিকে এগোচ্ছে বাংলাদেশ অভিযোগ করে তিনি বলেন, এই সরকারের লুটেরা মন্ত্রী-এমপিরা দেশের সম্পদ লুট করে কানাডার বেগমপাড়ায় পাঠাচ্ছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com