‘সংকটে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গরা সমান গুরুত্ব পাচ্ছে না’

0

বিশ্বজুড়ে মানবিক সংকটকালে জরুরি প্রয়োজনে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ মানুষদের সাহায্যের জন্য বিশ্ব সমানভাবে গুরুত্ব দিচ্ছে না বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ডব্লিউএইচওর প্রধান বলেন, ‘ইউক্রেনে চলমান সংকটে যে সহায়তা দেওয়া হয়েছে, তার তুলনায় খুব সামান্যই অন্যান্য মানবিক সংকটে দেওয়া হয়েছে। তবে, তিনি এও বলেন, ‘ইউক্রেনকে সহায়তা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরো বিশ্বকে প্রভাবিত করছে।’

‘কিন্তু, ইথিওপিয়ার টাইগ্রে প্রদেশ, ইয়েমেন, আফগানিস্তান বা সিরিয়ায় একইভাবে মনোযোগ দেওয়া হচ্ছে না,’ যোগ করেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, ‘আমি জানি না, বিশ্ব সত্যিই কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জীবনকে সমানভাবে গুরুত্ব দেয় কি না।’

গ্যাব্রিয়েসুস বলেন, ‘আমাকে সততার সঙ্গে বলতে হচ্ছে যে, বিশ্ব মানব জাতির সবার সঙ্গে একইভাবে আচরণ করছে না। কেউ কেউ অন্যদের চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। এবং যখন আমি এটা বলি, তখন এ বিষয়টি আমাকে কষ্ট দেয়। এটি মেনে নেওয়া কঠিন। কিন্তু, তাও এটি ঘটছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com