‘জিয়া পরিবারকে হেয় করতে জোবাইদার বিরুদ্ধে মামলা’

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘১/১১-এর জরুরি সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ, সেই জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী সরকারের আন্দোলনের ফসল।’

গতকাল বুধবার (১৩ এপ্রিল) বিকালে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে থেকে এ অবস্থান তুলে ধরেন রিজভী।

তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলাটি করা হয়েছিল, যেমনভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এরকম বেশ কয়েকটি সম্পূর্ণ মিথ্যা মামলা চলমান রয়েছে।’

রিজভীর দাবি, মূলত জিয়া পরিবারকে হেয় করার জন্য বানোয়াট, কাল্পনিক ও অসত্য মামলা দায়েরের ধারাবাহিকতারই অংশ ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে এই মামলা। এই মুহূর্তে মামলাটি মূলত জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টা মাত্র।’

সংবাদ সম্মেলনে বলা হয়, জরুরি সরকারের সময় ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বাতিলের জন্য যে আবেদন করা হয়েছিল সেটি আদালত কর্তৃক খারিজ হওয়ায় তাতে ন্যায়বিচার পাওয়া যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com