কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা সদস্য’র গুলিতে আহত ২

0

কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় ২ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ ২ জন হলেন—মো. হোসেন ওরফে কালাবদা (৪৮) ও আবুল বশর (৩৭)। তাদের মধ্যে মো. হোসেন রোহিঙ্গা ২ নম্বর ক্যাম্প পশ্চিমের সাবমাঝি (রোহিঙ্গা নেতা)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ এর সাবমাঝি মো. হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। তারা মো. হোসেন ও নুর বশরকে সরাসরি গুলি করেন এবং তাদের সঙ্গে থাকা অপর একজনকে কুপিয়ে আহত করেন। আহত রোহিঙ্গার পরিচয় জানা যায়নি।

গুলিবিদ্ধ ও আহত ৩ জনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাদের দাবি, হামলাকারীরা কথিত আরসা বাহিনীর সদস্য।

তারা বলেন, ওই ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপের প্রধান মৌলভী মিজান ও শাহেদের নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হঠাৎ সাবমাঝি মো. হোসেনের ওপর হামলা চালায়। এই সময় আহত অপর ২ জন তার সঙ্গে ছিলেন। মৌলভী মিজান কথিত আরসা বাহিনীর একজন সংগঠক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সনজুর মোরশেদ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ২ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন, একজন আহত হয়েছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com