দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন শায়রুল কবির

0

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে শায়রুল কবির খান একথা জানান।

তিনি বলেন, গতকাল ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার কর্মসূচির পর ওয়েস্টিন হোটেলে অসুস্থ বোধ করেন। পরে তাকে গুলশানের সিকদার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এ ভর্তি করা হয়। সেখানে তার সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.