আসলে সব উন্নয়নই হয়েছে প্রশান্ত কুমার আর ওবায়দুল কাদেরদের!
একদিকে রাষ্ট্রের সাড়ে তিন হাজার কোটি টাকা লুট করে চম্পট প্রশান্ত কুমার হালদার। অন্যদিকে আজকে হাইরাইজ বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন শেয়ার বাজারে সর্বস্ব হারানো নিঃস্ব এক বিনিয়োগকারী। এদিকে একটু আগে সংসদে মন্ত্রী মহোদয় জানালেন, সারাদেশে ভিক্ষুকের সংখ্যা নাকি আড়াই লাখ। তাহলে, শুধুমাত্র একজন প্রশান্ত কুমার হালদারের লুটের টাকা দিয়েই তো সারাদেশের সব ভিক্ষুকদের একযোগে ধনী বানিয়ে দেয়া যায়। আর ওবায়দুল কাদেরের হাতঘড়ির টাকায় তো সারাদেশের সব ভিক্ষুকের একবেলার অন্নসংস্থান করা যায়। এই যে এতসব উন্নয়নের গপ্প। আসলে সব উন্নয়নই হয়েছে প্রশান্ত কুমার আর ওবায়দুল কাদেরদের! বাকীরা সবাই নিঃস্ব আর সর্বস্ব হারানো ‘পদ্মাসেতুর একেকটা স্প্যান বসানোর খবরের শিরোনামের মতই’ উন্নয়নের ট্যাগ দেয়া অংশিদার মাত্র।