বিএন‌পির নেতাকর্মী‌দের জন‌্য নয়, জনগ‌ণের কল‌্যা‌ণে জাতীয় সরকারের কথা বলা হ‌চ্ছে: গ‌য়েশ্বর

0

বিএন‌পির নেতাকর্মী‌দের জন‌্য নয় দে‌শের জনগ‌ণের কল‌্যা‌ণের জন‌্য জাতীয় সরকারের কথা বলা হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তি‌নি ব‌লেন,‘মুক্তিযুদ্ধে সবার সম্মিলিত অংশগ্রহণে দেশ স্বাধীন হয়। ‌কিন্তু ১৯৭২ সা‌লে আওয়ামী লীগ কোন আইনে সরকার গঠন ক‌রে‌ছি‌লো?‌ সে‌দিন একটা জাতীয় সরকার গঠন করার দরকার ছি‌লো সেই সরকা‌রের অধীনে নির্বাচন দি‌য়ে আওয়ামী লী‌গের সরকার গঠন করা উচিত ছি‌লো।’

তি‌নি ব‌লেন, স্বাধীনতার ৫০ বছর পর বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের জাতীয় সরকারের ধারণা একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বলা হচ্ছে। ৫০ বছর আগে যেটা দরকার ছিল এখন সেটা নেওয়া হচ্ছে। জনগণের ম্যান্ডেটই নয় দেশের মানুষের কল্যাণের জন্য এটা দেওয়া হয়েছে। দলের কর্মী বা নেতাদের কথা চিন্তা করে নয়।

গতকাল রবিবার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্মদল আয়োজিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তি‌নি।

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে গ‌য়েশ্বর বলেন, ১২ বছর ধরেই আন্দোলন করছি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে। এখনো চলছে। এখন যে পরিস্থিতি শেখ হাসিনাকে মেনে নেওয়া বা তাকে বিদায় দেওয়া এর মাঝামাঝি কোনো অবস্থা নাই। হাতে গোনা কিছু লোকের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদ। গত ১৪ বছরে ১৪টি বাজেট হয়েছে। উন্নয়ন বাজেট হয়েছে। এখান থেকে কত টাকা মেরেছে। এর বাহিরে উন্নয়ন প্রকল্পের নানা কাজ রয়েছে সেখানে কত টাকা মেরেছে তার হিসাব করলে বহু টাকা হয়।

মাথাপিছু গড় আয় একটা শুভঙ্করের ফাঁকি। কারণ একজন হাজার হাজার কোটি টাকা আয় করে। আর আপনার আমার আয় কত। এই দুই জনের আয় যদি গড় করা হয় তাহলে সেটা কত দাঁড়ায়। তাই বলছি গড় আয় একটা শুভঙ্করের ফাঁকি। গড় আয় দেখান, এখানে গড় ঋণটা দেখানো হয় না।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিএনপি একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকারের কথা বলা হচ্ছে। ৫০ বছর আগে যেটা দরকার ছিল এখন সেটা নেওয়া হচ্ছে। জনগণের ম্যান্ডেটই নয় দেশের মানুষের কল্যাণের জন্য এটা দেওয়া হয়েছে। দলের কর্মী বা নেতাদের কথা চিন্তা করে নয়। বিদেশিরা সেনশন দিয়েছে। বাংলাদেশের জনগণ এই সরকারকে আরো আগেই সেনশন দিয়ে দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com