চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৩ মাসে দেশে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৪০ জন নিহত হয়েছেন।
রোববার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি প্রতিবেদনে জানায়, এ ঘটনাগুলোতে মোট ২ হাজার ১৭৩ জন আহত হয়েছেন।
নিহত ৪০ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। বাকি ৩০ জনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না।
আসক আরও জানায়, গত ৩ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩৮টি ধর্ষণ ও ৩৫টি ধর্ষণচেষ্টা হয়েছে। ১৩টি ধর্ষণ পরবর্তী খুন ও ধর্ষণের পর ৩টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪৮ জন নারী তাদের স্বামীর হাতে খুন হয়েছেন।
এছাড়া তিন মাসে ১৩৭টি শিশু হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৫৮টিতে মামলা হয়েছে।