বরিশালে চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

0

বরিশালে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ও মেম্বারের ওপর সরকারি চাল আত্মসাৎ ও টাকার বিনিময়ে জেলে-কার্ড বিতরণের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে সেখানকার জেলেরা।

রোববার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের জেলে সম্প্রদায় মানববন্ধনটির আয়োজন করে।

মানববন্ধনে জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সৈয়দকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা নির্বাচিত হওয়ার পরেই মেম্বার মনোরঞ্জন মন্টুসহ কয়েকজনকে নিয়ে একটি বাহিনী গঠন করেছেন। এই বাহিনীর প্রধান কাজ হলো- সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়া।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলেদের মাঝে বরাদ্দকৃত চাল বিতরণে কম দেয়া ও কার্ডের বিনিময়ে জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন জেলেরা। জনপ্রতি ৮০ কেজি চাল বরাদ্দ থাকলেও সৈয়দকাঠী ইউনিয়নের অধিকাংশ জেলে ৩৭-৩৮ কেজি করে চাল পেয়েছেন বলে জেলেদের অভিযোগ।

তারা বলেন, চেয়ারম্যানের এই সব অনিয়মের প্রতিকার চেয়ে গত ৭ এপ্রিল বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করেন কয়েকজন জেলে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বানারীপাড়া উপজেলা মৎস কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অপর দিকে আবেদনকারী জেলেদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করছে চেয়ারম্যান বাহিনী। চেয়ারম্যান বাহিনীর এই সব অনিয়ম ও হুমকি-ধমকি থেকে রক্ষা পেতে সাধারণ জেলেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই মানববন্ধন করলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com