শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কবর জিয়ারতের মধ্যদিয়ে চতুর্থ দিনের প্রচারণায় ইশরাক-তাবিথ
বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর কবর জিয়ারতের মধ্যদিয়ে চতুর্থ দিনের মতো প্রচারণায় নেমেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল।
সোমবার, জানুয়ারি ১৩, ২০২০, সকাল ১১টায় কবর জিয়ারত করেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা তাদের নিয়ে কবর জিয়ারত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কাবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, নাজিম উদ্দিন আলম প্রমুখ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
#DNCCPolls2020 #ডিএনসিসি২০২০
#VoteForTabith #তাবিথকেভোটদিন
#DSCCPolls2020 #ডিএসসিসি২০২০
#VoteForIshraque #ইশরাককেভোটদিন
#VoteDhanersheesh #ধানেরশীষেভোটদিন