দেশে প্রতিটি শিশু ৯৮ হাজার টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিচ্ছে: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিটি শিশু ৯৮ হাজার টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিচ্ছে। এ সরকার উন্নয়নের নামে বিদেশ থেকে ঋণ নিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মাথাপিছু ঋণ যেভাবে বাড়ছে, এতে বোঝা যায় বাংলাদেশ শ্রীলঙ্কার পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা বিদেশি ঋণ নিয়ে মেগা প্রকল্প করে দেউলিয়া হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে শ্রীলঙ্কায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বাংলাদেশরও একই অবস্থা হচ্ছে।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ্’র ঘাগটিয়াস্থ বাড়ির মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কাপাসিয়ার কৃতি সন্তান আসম হান্নান শাহ্ ছিলেন বৃটিশবিরোধী আন্দোলনের নেতা ফকির মজনু শাহ্’র বংশধর। তারই ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের ধমনিতে পূর্ব পুরুষের বীরের রক্ত প্রবাহিত। এ রক্ত নত হতে জানে না।

রিজভী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামে সরকার লাখো-কোটি টাকা পাচার করছে। প্রতি বছর ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। ১১ লাখ কোটি টাকা পাচার করছে বিভিন্ন দেশে। মালয়েশিয়া  আওয়ামী লীগ নেতাদের সেকেন্ড হোম। মানুষের পেটে আজ খাবার নেই। হাহাকার করছে মানুষ। দেশের প্রধানমন্ত্রী ইফতারে বেগুনির পরিবর্তে কুমড়া খাওয়ার কথা বলে এবং মানুষের সমস্যা নিয়ে মসকরা করছেন বলে অভিযোগ করেন তিনি।

কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সভাপতিত্ব সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল, যুগ্ম-আহবায়ক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, সখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধাসহ জেলা এবং উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে হান্নান শাহ্’র ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে সভাপতি এবং কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com