মেসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: পরিবারের দাবি হত্যা
দিনাজপুরের বাঁশেরহাট এলাকার একটি মেস থেকে গত ১৮ মার্চ রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিজানুর রহমান পলাশ নামে ওই শিক্ষার্থীর মৃত্যু স্বাভাবিক হয়নি দাবি করে এর বিচার দাবি করেছে তার পরিবারের সদস্যরা।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নিহতের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
মিজানুর রহমান পলাশ বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বাঁশেরহাট এলাকায় ‘ব্লু-মুন’ নামে একটি মেসে থেকে পড়াশোনা করছিলেন।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান পলাশের বাবা আব্দুস সাত্তার বলেন, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তখন স্পষ্ট বুঝতে পেরেছি যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ছেলেকে মেরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। পরবর্তী সময়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা এবং জিডি করতে গেলে থানা মামলা এবং জিডি নেয়নি। তাই আমরা পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে ২৭ মার্চ তারিখে মামলা করেছি। মামলাটির নম্বর- সিআর২৬৩/২২।
ছেলে হত্যার সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে আপনাদের মাধ্যমে প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় পলাশের মা হাছিনা পারভীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।