নির্দলীয় সরকারের অধীনে দূষণ মুক্ত নির্বাচন করতে হবে: বিএনপি

0

সরকার নিজেদের অপকর্ম আড়াল করতে বিদেশিদের কাছে ‘নতুন কৌশলে’ ধর্ণা দিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার নিজেদের অপকর্ম থেকে রেহাই পেতে, আড়াল করতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। আওয়ামী লীগ এটা করেই টিকে আছে। তারা বিদেশিদের কাছে গিয়ে বাঁচতে চায়। কিন্তু বিশ্ববাসীর কাছে তাদের অপকর্ম ধরা পড়েছে। এজন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকার এখন নতুন কৌশলে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল পূর্বানীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট: কোনো প্রতিকার নেই, দূষণ বেড়েই চলেছে, দেশের মানুষ বেঁচে আছে অসহায় অবস্থায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। সরকারের একমাত্র লক্ষ্য দুর্নীতি, কিভাবে টাকা বানানো যায়। সেজন্য করোনা টেস্টের নাম করে টাকা বানিয়েছে তারা। তাদের একজন ব্যক্তিকে লাভবান করার জন্য ভারত থেকে তিন-চার গুন বেশি দামে ভ্যাকসিন আনা হয়।’

শুধুমাত্র সরকারের লোকদের লাভবান করতে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হবে, লক্ষ লক্ষ টাকা আয় করে বিদেশে পাঠানো যাবে, সেই টাকা দিয়ে বেগমপাড়া (কানাডা) বাড়ি তৈরি করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষ বাঁচাতে হলে জনদরদী, জনগণের সরকার দরকার। সেজন্য সবার আগে দূষণমুক্ত একটা নির্বাচন দরকার। দূষণমুক্ত নির্বাচন করতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com