তরুণীর ধর্ষণ মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাচ্চুকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে জামিন নিতে গেলে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রাশেদ কবির এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে চেয়ারম্যান বাচ্চুর সঙ্গে একই ইউনিয়নের অধিবাসী ও বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। এক পর্যায়ে তরুণীকে ঢাকার এনজিও অফিসে চাকরি দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান বাচ্চু।
গত বছরের ১৩ ডিসেম্বর চেয়ারম্যান বাচ্চু কৌশলে তাকে ডেকে ঢাকা দক্ষিণ বনশ্রীর একটি বাসায় নিয়ে যান। সেখানে সহযোগী এক নারীর সহযোগিতায় বিয়ে করার কথা বলে তরুণীকে ধর্ষণ করেন বাচ্চু। গত ৬ জানুয়ারি পুনরায় তরুণীকে ডেকে একই বাসায় এনে আবারো ধর্ষণ করেন। এরপর তরুণী চেয়ারম্যান বাচ্চুকে বিয়ের জন্য বারবার চাপ দিলেও তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেন চেয়ারম্যান বাচ্চু। এ নিয়ে তরুণী থানায় মামলা করেন।