দেশের উন্নয়নে জাতি যেসব রিফর্ম আশা করছে, বিএনপি তাই করবে: খসরু

0

দেশের উন্নয়নে জাতি যেসব রিফর্ম আশা করছে, বিএনপি তাই করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রিফর্মস নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে।

গতকাল সোমবার (৪ এপ্রিল) ‘নির্বাচনকালীন সরকার’ নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আমির খসরু এ কথা বলেন।

তিনি বলেন, ‘আন্দোলনের আগে আমরা জাতিকে জানাবো কী পরিবর্তন করবো। যে সংকট দেশে চলছে, তা থেকে কেবল এক দলের পক্ষে এই সংকট সমাধান সম্ভব না। এজন্য জাতীয় ঐক্য লাগবে। নতুন রাজনৈতিক ও নতুন সামাজিক কনট্রাক্টে আসতে হবে।’

‘কেয়ারটেকার নিয়ে বিতর্ক তৈরি করে লাভ হবে না। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নাই। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে’ বলে মনে করেন আমির খসরু।

তিনি বলেন, ‘যারা যারা নির্বাচনের আগে জাতীয় সরকারের কথা বলেছে, তাদের সঙ্গে আমাদের বিতর্ক নাই। এখন দরকার জাতীয় ঐক্য। বিএনপি তার অবস্থান নিয়েছে। বিতর্কের কিছু নেই। এই সরকারের পতন সবাই চায়, আমরাও চাই।’

সভায় আরও অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য  ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com