জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করতে হবে: মির্জা ফখরুল

0

বর্তমান সরকার ‘অনির্বাচিত’ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলন আমাদের শুরু করতে হবে।’

গতকাল শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘অনির্বাচিত আওয়ামী লীগ সরকার আজকে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। তাদের যদি আমরা পরাজিত করতে না পারি, তাদের যদি ক্ষমতা থেকে সরিয়ে দিতে না পারি; তাহলে এ দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। আপনারা (দলের নেতা–কর্মীরা) আজ অনশন পালন করে এ সরকারকে জানিয়ে দেন, এ সরকারের ওপর এ দেশের মানুষের আর কোনও আস্থা নেই। তাদের সরে যেতে হবে।’

সরকার এবং তাদের সিন্ডিকেটগুলোর লোভের কারণেই প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে বলে অভিযোগ করেন  বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘সরকার কী করছে? তাদের লাগামহীন লোভ এবং তাদের সিন্ডিকেটে লোভের কারণে প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এ সরকার জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমাদের চাল, ডাল, তেল, লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে এ সরকার ব্যর্থ হয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com