কোন দেশে কয় ঘণ্টা রোজা

0

রমজান আমাদের দোরগোড়ায়। ভৌগলিক অবস্থান বিবেচনায় একেক দেশের রোজার সময় কমবেশি হয়। এ বছর কোন দেশে কয় ঘণ্টা রোজা, তা সংক্ষেপে উল্লেখ করা হলো-

কমোরোস : ১৩ ঘণ্টা।
সোমালিয়া : ১৩ ঘণ্টা ৩০ মিনিট।
সিরিয়া : ১৪ ঘণ্টা।
সুদান : ১৪ ঘণ্টা ২০ মিনিট।
ইয়ামেন : ১৪ ঘন্টা ২৭ মিনিট।
বাহরাইন : ১৪ ঘণ্টা ৩০ মিনিট।
মৌরতানিয়া : ১৪ ঘণ্টা ৩২ মিনিট।
মিসর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, লেবানন, জর্দান, ফিলিস্তিন ও লিবিয়া : ১৫ ঘণ্টা।
তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ও ইরাক : ১৫ ঘণ্টা ৩০ মিনিট।

মালয়েশিয়া : ১২ ঘণ্টা।
সিঙ্গাপুর : ১৩ ঘণ্টা ৩০ মিনিট।
সেনেগাল : ১৪ ঘণ্টা।
তুরস্ক : ১৪ ঘণ্টা ৩০ মিনিট।
ভারত : ১৫ ঘণ্টা।
পাকিস্তান ও ইরান : ১৬ ঘণ্টা।
আফগানিস্তান : ১৭ ঘণ্টা।

নিউজিল্যান্ড : ১১ ঘণ্টা ২০ মিনিট।
চিলি : ১১ ঘণ্টা ৩০ মিনিট।
অস্ট্রেলিয়া : ১১ ঘণ্টা ৪৭ মিনিট।
উরুগুয়ে : ১১ ঘণ্টা ৪৮ মিনিট।
দক্ষিণ আফ্রিকা : ১১ ঘণ্টা ৫২ মিনিট।
আর্জেন্টিনা ও প্যারাগুয়ে : ১১-১২ ঘণ্টা।

আইসল্যান্ড : ১৯ ঘণ্টা ৫৯ মিনিট।
গ্রিনল্যান্ড : ১৯ ঘণ্টা ৫৭ মিনিট।
ফিনল্যান্ড : ১৯ ঘণ্টা ৯ মিনিট।
সুইডেন : ১৮ ঘণ্টা ৫৮ মিনিট।
রাশিয়া : ২০ ঘণ্টা।

ইসলামিক ফাউন্ডেশনের মতে বাংলাদেশের মুসলিমরা গড়ে ১৪ ঘণ্টা ৪৫ মিনিট রোজা রাখবেন।

বিশেষ জ্ঞাতব্য
পৃথিবীর সর্ব উত্তরে অবস্থান হিসেবে যেসব দেশে সূর্যাস্ত হয় না। সেসব দেশের ব্যাপারে ইসলামিক ফকীহ ও স্কলারদের ফতোয়া হলো- সেখানের মুসলিমরা মক্কা নগরীর সময় কিংবা নিকটতম মুসলিম দেশের সময় অনুসরণ করে রোজা রাখবেন।

-আলজাজিরা অবলম্বনে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com