নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা
রাজধানীর ওয়ারী জয়কালী মন্দিরের সামনে কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা মালঞ্চ বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টা থেকে রাজধানীর টিকাটুলি কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুল, ওয়ারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ আন্দোলন নামে।
এসময় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে- আমার মা মরল কেন বিচার চাই? আর কত নিরীহ প্রাণ রাস্তায় ঝরবে, উই ওয়ান্ট জাস্টিস; ওই ওন্ট জাস্টিস, আমার মা মরল কেন প্রশাসন জবাব চাই, রাস্তায় আর কত রক্ত ঝরবে, প্রাণ দিয়ে কেনা দেশ যখন প্রাণের দাম দিতে ভুলে যায়। তখন আমরা শহীদ ভাইবোন মা-বাবার প্রাণের অসম্মান করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর মিরপুর এলাকায় দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন এক মা সাবিনা ইয়াসমিন।