চট্টগ্রাম কারাগারে যুবদল নেতার মৃত্যু

0

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

মৃত শাহজাহান (৪৩) নগরীর পাঁচলাইশ থানাধীন কুলাগাঁও বালুচরা এলাকার আব্দুল মালেকের ছেলে এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।

ময়নাতদন্ত শেষে আজ বুধবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী জানান, শাহাজাহান যুবদলের সক্রিয় নেতা ছিলেন। রাজনৈতিক মামলায় তিনি কারাগারে ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.