সাংবাদিকদের মধ্যে আর কোনো বিভক্তি থাকবে না: রুহুল আমিন গাজী

0

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, এখন থেকে সাংবাদিকদের মধ্যে আর কোনো বিভক্তি থাকবে না।

সদ্য কারামুক্তির পর জাতীয় প্রেস ক্লাবে তাকে দেয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারউল্লাহ চৌধুরী, জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের বর্তমান সভাপতি কাদের গনি চৌধুরী, সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদারসহ অন্য সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতদের ধন্যবাদ জানিয়ে রুহুল আমিন গাজী বলেন, ‘বিএনপি মহাসচিবসহ যারা আমার খোঁজ-খবর রেখেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার জন্য অনেকে নফল রোজাও রেখেছেন। আমি তাদের এই অনুভূতির যোগ্য কিনা জানি না। তবে ১৭ মাস এভাবে জেল খাটা একটি ইতিহাস।’

এসময় তিনি আরো বলেন, ‘আজ থেকে সাংবাদিকদের মধ্যে আর কোনো বিভক্তি থাকবে না। যারাই বিভক্তির চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com