বাংলাদেশে মত প্রকাশে এখনো প্রতিবন্ধকতা

0

কঠোর আইনের মাধ্যমে বাংলাদেশে ২০২১ সালেও মতপ্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার অ্যামনেস্টির ‘দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে অ্যামিনেস্টির উদ্বেগ এবং সরকার ও অন্যদের জন্য সুপারিশও জানানো হয়।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি জানায়, কর্তৃপক্ষ গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিরোধী রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বলপ্রয়োগ করে দমন করা হয়েছে। অন্যদিকে ভূমি দখল ও বন উজাড়ের কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের সম্পদ হারানোর শঙ্কায় ছিলেন এবং ধর্মীয় সংখ্যালঘু এবং শরণার্থীরা সহিংস হামলার শিকার হয়েছেন বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ২০২১-২২ প্রতিবেদনে উল্লেখ করেছে।

১৫৪ দেশের মানিবাধিকার পরিস্থিতি নিয়ে তৈরি এই প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০২১ সালে নতুন করে কিছু সংঘাত শুরু হয়েছে, আর অমীমাংসিত সংঘাতগুলো আরও গভীর হয়েছে। প্রতিবেদন বলছে, আফগানিস্তান, বুর্কিনা ফাসো, ইথিওপিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, লিবিয়া, মিয়ানমার ও ইয়েমেনে সংঘাতে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন অনেকখানি লঙ্ঘিত হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক ঘটনায়ও শাস্তি দেওয়া থেকে বিশ্ব নেতৃবৃন্দ বিরত থেকেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি। খুব অল্পসংখ্যক ক্ষেত্রে প্রয়োজনীয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে, খুব অল্প ক্ষেত্রে ন্যায়বিচার ও জবাবদিহিতা ছিল। এর পরিবর্তে সংঘাত বেড়েছে। এ ছাড়া করোনাকালীন নারীর প্রতি সহিংসতা বেড়েছে বলেও জানায় অ্যামনেস্টি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com