নোয়াখালীতে স্কুলে বোরকা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন

0

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছাত্রীদের বোরকা পরিধান নিষিদ্ধ করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার দুপুরে উপজেলার সেবারহাট বাজারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রতিবাদকারীরা অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন। তারা বলেন, যে দেশে ৯০ শতাংশ মুসলিম, সে দেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম এবং সিদ্বান্ত আমরা মেনে নেব না। যদি প্রধান শিক্ষক পদত্যাগ না করেন, তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হোসেন বলেন, বোরকা বিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়নি। গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রীরা শ্রেণীকক্ষে বোরকা খুলে ক্লাস করবে। আবার বাড়ি ফেরার পথে বোরকা পরিধান করে বাড়িতে ফিরে যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com