চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিমের মরদেহ তিনমাসেও ফেরত পায়নি পরিবার। মরদেহ কী অবস্থায় রয়েছে তা নিয়েও সংশয়ে রয়েছেন তারা।
প্রথম থেকেই নিহত যুবকের পরিবার থেকে বলা হচ্ছে, বিএসএফ মরদেহ ফেরত দিতে চাইলেও নিচ্ছে না বিজিবি। এ বিষয়ে বিজিবির ভাষ্য, কৌশলগত কারণে তারা ওই যুবকের মরদেহ ফেরত নেবেন না।
বিএসএফের গুলিতে নিহত যুবকের নাম ইব্রাহিম হোসেন। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের ঢুলিপাড়া গ্রামের আবু তাহের দুখুর ছেলে। গত ২১ ডিসেম্বর দিনগত রাত ২টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন।
নিহত যুবকের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, ‘ইব্রাহিম নিহত হওয়ার আজ তিনমাস হলো। বারবার বিজিবির সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ইব্রাহিমের মরদেহ আমরা ফেরত নেবো না।’
ইব্রাহিমের মা ফুরকুনি বেগম বলেন, ‘তিনমাসেও আমার মৃত ছেলের মুখ দেখতে পেলাম না। মরদেহ কোথায় আছে তাও জানতে পারলাম না। আমার সংসারে আয় রোজগারের একমাত্র উৎস ছিল ইব্রাহিম। কিন্তু সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে। শেষবারের মতো ছেলের মুখটা দেখতে পেলে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু তাও হলো না।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা বলেন, ‘এর আগেও আমরা বলেছি সীমান্ত নিহত যুবকের মরদেহ ফেরত নেবো না। কিছুদিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা (তাদের) সাফ জানিয়ে দিয়েছি ওই মরদেহ আমরা নেবো না; আমরা মরদেহ না নিলে আপনাদের যা প্রক্রিয়া আছে তা আপনারা করেন।’