রাশিয়ার আলটিমেটাম: পাত্তাই দিল না ইউক্রেন
মারিউপোলে পরাজয় স্বীকার করে সেনা ও শহর কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করতে রাশিয়ার প্রস্তাবে রাজি হয়নি ইউক্রেন। আত্মসমর্পণ করলে অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোল থেকে বাসিন্দাদের বের হওয়ার নিরাপদ পথ করে দেওয়া হবে—এমন প্রস্তাব দিয়ে সময়ও বেঁধে দিয়েছিল রাশিয়া। কিন্তু, সে আলটিমেটাম পাত্তা না দিয়ে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। খবর বিবিসি।
রাশিয়ার প্রস্তাব ছিল—মারিউপোলে রুশ হামলার বিরুদ্ধে লড়াইরত যোদ্ধারা অস্ত্র সমর্পণ করলে সেখানকার বেসামরিক নাগরিকদের নিরাপদে শহর ছাড়ার সুযোগ দেওয়া হবে।
কিন্তু, ইউক্রেন রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে সাফ জানিয়ে দিয়েছে—কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এ বন্দরনগরী রাশিয়াকে বিনা যুদ্ধে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। রাশিয়ার আত্মসমর্পণের প্রস্তাব নাকচ করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী।
মারিউপোলে প্রায় তিন লাখ মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানকার নিত্যপ্রয়োজনীয় সব সরবরাহ শেষ হয়ে এসেছে এবং বাইরে থেকে কোনো ধরনের দাতব্য সহায়তা আসতে দিচ্ছে না রুশ বাহিনী। মারিউপোলে কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনীর বোমাবর্ষণ চলছে। নগরবাসী বিদ্যুৎ ও পানির অভাবে ভুগছে।
মারিউপোল ইস্যুতে রবিবার ইউক্রেনের প্রতি রুশ প্রস্তাবের বিস্তারিত জানান রুশ জেনারেল মিখাইল মিজিন্তসেভ। তার বক্তব্য অনুযায়ী, রাশিয়ার শর্তগুলো মেনে নেওয়ার জন্য ইউক্রেনের হাতে আজ সোমবার সকাল পর্যন্ত সময় ছিল। এরই মধ্যে জবাব জানিয়ে দিয়েছে ইউক্রেন।