ইমরান খানের ভাগ্য নির্ধারণ ২৫ মার্চ

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী দলগুলো। এই নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য ২৫ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির (এনএ) অধিবেশন আহ্বান করেছেন স্পিকার আসাদ কায়সার।

রোববার ন্যাশনাল অ্যাসেম্বলির সেক্রেটারিয়েটের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট ভবনে ২৫ মার্চ সকাল ১১টায় এই অধিবেশন শুরু হবে।

এতে আরো জানানো হয়, ২২ ও ২৩ মার্চ ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কারনে এই অধিবেশন পেছানো হয়েছে।

এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য (এমএনএ) হাজি খাইয়াল জামানের মৃত্যুতে ২১ মার্চের অধিবেশন স্থগিত করা হয়।

গত ৮ মার্চ পাকিস্তানের সংবিধানের ৫৪ ধারার অধীনে বিরোধী দলগুলোর সম্মিলিত এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অনাস্থা ভোটের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে প্রস্তাব জমা দেয়।

সংবিধানের ৫৪ ধারা অনুসারে, ২৫ শতাংশ সদস্যের স্বাক্ষরযুক্ত কোনো প্রস্তাব যদি জমা দেয় হয় তবে স্পিকারকে ১৪ দিনের মধ্যে ওই বিষয়ে অধিবেশন আহ্বান করতে হয়।

এই ধারা অনুসারে ২২ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের আহ্বানের শেষ দিন ছিলো।

সূত্র : ডন ও জিও নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com