যুদ্ধের সমর্থনে রাশিয়াকে অস্ত্র দেবে না চীন

0

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সমর্থনে অস্ত্র-গোলাবারুদ পাঠাবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত রবিবার বলেছেন, সংকট কমাতে সম্ভাব্য সবকিছু করবে বেইজিং। খবর বিবিসি।

এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বলেছিলেন, বেইজিং মস্কোকে কোনো সামরিক সহায়তা দিলে তার পরিণাম ভোগ করতে হবে। এর পরেই চীনের অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং।

তবে, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে রাজি হওয়ার খবরকে তথ্যবিকৃতি বলে গত সপ্তাহেই উড়িয়ে দিয়েছিল চীন। তবে, ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়াকে ভর্ৎসনা করতে নারাজ চীন।

মার্কিন গণমাধ্যম সিবিএস-এর সঙ্গে কথা বলার একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত অভিযোগ করেন—পশ্চিমা বিশ্ব কেবল নিন্দাই জানাচ্ছে, যা কোনো কাজেই আসবে না। সংকট সমাধানের জন্য ভালো কূটনৈতিক তৎপরতা প্রয়োজন বলেও জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com