যুদ্ধের মূল্য রাশিয়াকে প্রজন্মের পর প্রজন্ম ধরে দিতে হবে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি বলেছেন, তার দেশের ওপর আক্রমণ করার জন্য ‘প্রজন্মের’ পর প্রজন্ম ধরে মূল্য দিতে হবে রাশিয়াকে।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট একটি ভিডিও বার্তায় ক্রেমলিনকে ইচ্ছাকৃতভাবে ‘একটি মানবিক বিপর্যয়’ তৈরি করার জন্য অভিযুক্ত করেছেন এবং রক্তপাত বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সাথে দেখা করার আবেদন করেছেন।
উল্লেখ্য, মস্কো তার বিপর্যস্ত শক্তির সমর্থনে একটি গণসমাবেশ করার পর এই মন্তব্য করে জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, রাশিয়া যে দুই লাখ মানুষ নিয়ে সমাবেশ করেছে, সেই পরিমান সেনা মস্কো ইউক্রেনে মোতায়েন করেছে।
তিনি বলেন, মস্কোর এই ইভেন্টটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম স্থল সংঘাতের ঝুঁকির চিত্র তুলে ধরেছে।
তিনি আরো বলেন, নিজের অবস্থার দিকে তাকান। দেখুন মস্কোর সেই স্টেডিয়ামে ১৪ হাজার লাশ এবং আরো কয়েক হাজার আহত এবং পঙ্গু হয়েছে।
শুক্রবার ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রাইমিয়াকে রাশিয়ায় সাথে যুক্ত করার অষ্টম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পুতিন তার দেশের সামরিক বাহিনীর প্রশংসা করেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের পর তিন সপ্তাহ ধরে রাশিয়ার আগ্রাসন অব্যাহত রয়েছে।
কিয়েভের আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, রুশ হামলায় শনিবার উত্তর-পশ্চিম কিয়েভের শহরতলি বুচা, হোস্টোমেল, ইরপিন এবং মোশচুনের আগুন লেগেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে লড়াই চলছে।
সূত্র : ইউএনবি